উত্তরদিনাজপুর

রায়গঞ্জে পবিত্র ঈদ উৎসবে নামাজিদের, সাংসদ সেলিমের উষ্ণ আলিঙ্গন

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে পবিত্র ঈদ উৎসবে নামাজিদের উষ্ণ আলিঙ্গন করে শুভেচ্ছা জানালেন সাংসদ সেলিম। সেই সঙ্গে ডি ওয়াই এফ আই-এর পক্ষ থেকে সম্প্রীতির রাখী বন্ধন করে শুভেচ্ছা জানান হয়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা মৌলবিদের হাতে তুলে দিলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। ঈদের খুশীতে মেতে উঠল রায়গঞ্জের আপামর মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

    রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় ঈদগাহ মাঠে পবিত্র ঈদের নমাজ পাঠে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মুসলিম ধর্মপ্রান মানুষ। নমাজ শেষে একে অপরকে খুশীর ঈদের শুভেচ্ছা জানান। এদিকে এদিন ঈদগাহের মাঠে উপস্থিত হয়েছিলেন রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিম। নমাজ শেষে উপস্থিত সকলকে পবিত্র ঈদের উষ্ণ আলিঙ্গন করেন তিনি। রাজ্য তথা দেশে সম্প্রীতির বার্তা দিতে ঈদগাহের মাঠে উপস্থিত সকল মানুষের হাতে রাখী পরিয়ে দেয় সিপিএম এর যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর সদস্যরা। রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকেও ঈদগাহ ময়দানে নমাজ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য কাউন্সিলাররা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সেখানে থাকা পাঁচজন মৌলবিকে ফুল মিস্টি দিয়ে শুভেচ্ছা জানান রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত সমস্ত ধর্মপ্রান মুসলিম মানুষদের হাতে মুখ্যমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বার্তা তুলে দেন চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।

    এই বিষয়ে সাংসদ মহম্মদ সেলিম জানান, এই ঈদ মানে হচ্ছে খুশি একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়া। সকলে মিলে মিশে এক হয়ে এই খুশিতে মেতে ওঠা। তাই তিনি সকলের সঙ্গে একত্রিত হয়ে এই নামাজের অনুষ্ঠানে শামিল হয়েছেন।